HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

'ফাদার' শর্টফিল্মটি মিশরীয় নয় বরং ইরানি

বুম বাংলাদেশ দেখেছে, 'Father' নামের আলোচ্য অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মিশরে নয় বরং ইরানে তৈরি।

By - Ummay Ammara Eva | 14 March 2024 5:30 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে একটি ভিডিও প্রচার করে বলা হচ্ছে, ভিডিওটি 'Father' নামের একটি মিশরীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ৩ মার্চ 'Dr.Rafat Qureshee' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "মাত্র ১মিনিট ৪১ সেকেন্ডের একটি মিশরীয় শর্ট ফিল্ম, নাম "Father"। আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ফিল্মের পুরষ্কার জিতে নেয় এই ফিল্মটি৷ জীবন যুদ্ধে বাবারা এভাবেই পরিবারকে আগলে রাখেন। …"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ আলোচ্য ভিডিওটি 'Father' নামে একটি মিশরীয় চলচ্চিত্রের বলে দাবি করা হচ্ছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। পোস্টে দেখানো ভিডিওটি মিশরীয় নয় বরং ইরানি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ইরানের লেখক মোহাম্মদ রেজা খেরাদমান্দান চলচ্চিত্রটির কাহিনীকার এবং তিনিই মোহাম্মদ লোতফালির সাথে যৌথভাবে চলচ্চিত্রটি পরিচালনা করেন।

কি-ওয়ার্ড সার্চ করে চলচ্চিত্র সংক্রান্ত তথ্যের ডাটাবেজ ওয়েবসাইট ইন্টারনেট মুভি ডাটাবেজ (IMDb)-এর ওয়েবসাইটে আলোচ্য ভিডিওটি তথা চলচ্চিত্রটির তথ্য খুঁজে পাওয়া যায়। IMDB-র তথ্য অনুযায়ী, ২০১৪ সালে 'Father' নামে ২ মিনিটের একটি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্রটির কাহিনীকার হলেন ইরানি লেখক ও চলচ্চিত্রকার মোহাম্মদ রেজা খেরাদমান্দান এবং তিনি চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ লোতফালির সাথে যৌথভাবে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। স্ক্রিনশট দেখুন--



এছাড়া ওয়েবসাইটটিতে ওই চলচ্চিত্রটির 'Country of Origin' হিসেবে ইরানের নাম লেখা হয়েছে। প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের ওই চলচ্চিত্রটি ২০১৪ সালে মুক্তি পায়। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে আইএমডিবির ওয়েবসাইটে আলোচ্য চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালকের পরিচয় খুঁজে পাওয়া যায়। চলচ্চিত্রটির লেখক ও পরিচালক মোহাম্মদ রেজা খেরাদমান্দান ইরানে জন্মগ্রহণ করেন। তিনি ইরানের একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক। স্ক্রিনশট দেখুন--


আবার চলচ্চিত্রটির আরেকজন পরিচালক মোহাম্মদ লোতফালিও ইরানের একাধিক বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক। স্ক্রিনশট দেখুন--



এদিকে, আরো কি-ওয়ার্ড সার্চ করে aleteia.org নামের একটি ওয়েবসাইটে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর "Animated film shows the power of fatherhood in just one minute" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। উক্ত নিবন্ধে বলা হয়, "মোহাম্মদ রেজা খেরাদমান্দান রচিত ও পরিচালিত পুরষ্কার বিজয়ী অ্যানিমেটেড এক মিনিটের ইরানী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'Father' পিতৃত্বের গুরুত্ব এবং ও মর্মার্থ কী তা আমাদের মনে করিয়ে দেয়।" এছাড়াও, ওই নিবন্ধটি থেকে জানা যায়, ফাদার চলচ্চিত্রটির পরিবেশক প্রতিষ্ঠানের নাম বিএআরআর পিকচার্স মিডিয়া। এছাড়াও, এটি একটি ইরানি চলচ্চিত্র বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


উপরের নিবন্ধ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে বিএআরআর পিকচার্স মিডিয়ার ওয়েবসাইটে গিয়ে ২০২৩ সালের ২২ জুলাই "Fatherhood: A Universal Bond – A Reflection on Mohammad Reza Kheradmandan’s ‘Father’" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে বলা হয়, "পিতৃত্বের শক্তি একটি সর্বজনীন ধারণা যা সংস্কৃতি, ধর্ম এবং জাতি জুড়ে অনুরণিত হয়। এটি একটি ব্যক্তিগত ও সামাজিক বন্ধন এবং এর অনুপস্থিতি গভীরভাবে প্রভাব ফেলে। এটি হল পুরস্কার বিজয়ী ইরানী শর্ট অ্যানিমেশন "Father" এর কেন্দ্রীয় থিম, যা পরিচালনা করেছেন এবং লিখেছেন মোহাম্মদ রেজা খেরাদমান্দান।" (অনূদিত) অর্থাৎ ফাদার নামে স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ওই চলচ্চিত্রটি একটি ইরানি চলচ্চিত্র। স্ক্রিনশট দেখুন--


উক্ত নিবন্ধে যুক্ত বিএআরআর পিকচার্স মিডিয়ার ইউটিউব চ্যানেলে "Father - 1 minute Emotional Award Winning Iranian Short Animation Film father's day फादर शॉर्ट फिल्म" শিরোনামে আপলোড করা আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটির শিরোনাম ও ডেস্ক্রিপশনে একই তথ্য দেয়া হয়েছে। বিএআরআর পিকচার্স মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রাপ্ত ভিডিওটি দেখুন--

Full View

অর্থাৎ আলোচ্য পোস্টে দেখানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'Father' মিশরীয় নয় বরং এটি ইরানি শর্টফিল্ম।

সুতরাং স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র 'Father' কে মিশরীয় বলে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories