সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি দীপাবলি উৎসবের রাতে মহাকাশ থেকে তোলা ভারতের ছবি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৫ অক্টোবর 'NG Nondo' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে লেখা হয়, "দীপাবলির রাতে মহাকাশ থেকে তোলা আমাদের ভারত"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে ছবির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। এটি সম্প্রতি মহাকাশ থেকে তোলা কোনো ছবি নয় বরং এটি থ্রিডি পদ্ধতিতে তৈরী একটি গ্রাফিক ছবি।
প্রথমত, ছবিটি সাম্প্রতিক নয়। রিভার্স ইমেজ সার্চ করে, Odisha Bytes নামের একটি ভারতীয় আঞ্চলিক সংবাদমাধ্যমে, Fact Check: Did NASA Upload India's '9minute9baje' Diya Lit Photos?' শিরোনামের একটি প্রতিবেদনের সাথে ছবিটি যুক্ত করতে দেখা যায়, যা ২০২০ সালের ৬ এপ্রিল প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, তৎকালে ছবিটি নাসার তোলা দাবি করে ছড়ানো হয়েছিল। সংবাদমাধ্যমটি এই দাবি খণ্ডন করে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি সাম্প্রতিক নয়।
আবার, ছবিটি মহাকাশ থেকে তোলাও নয়।
রিভার্স ইমেজ সার্চ করে, স্টক ছবির ওয়েবসাইট শাটারস্টকে ছবিটি খুঁজে পাওয়া যায়, যা ক্যাপশনে লেখা আছে- 3D Rendering Earth Night Asia। স্ক্রিনশট দেখুন--
শাটারস্টক এই ছবিটিকে একটি Illustration বলে উল্লেখ করা হয়েছে, কোনো ধারণ করা চিত্র নয়। যা তৈরি করেছে আলফা ফুটেজ নামের একটি সংস্থা। শাটারস্টকেই আলফা ফুটেজের প্রোফাইলে আলোচ্য ছবির মতই একাধিক Illustration খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি থ্রিডি পদ্ধতিতে তৈরি একটি কম্পিউটার ইলাস্ট্রেশন, বাস্তবে ধারণ করা কোনো ছবি নয়।
সুতরাং কম্পিউটারে রি একটি ইলাস্ট্রেশনকে বাস্তবে মহাকাশ থেকে ধারণ করা ভারতের সাম্প্রতিক ছবি দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।