''সেপ্টেম্বরে খুলছে সকল বিশ্ববিদ্যালয়'' এরকম শিরোনামে একটি খবর ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত এই শিরোনামের ভেতরের মূল খবরে সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য না দেয়া থাকলেও শিরোনামে নিশ্চিতভাবেই বিশ্ববিদ্যালয় খোলার কথা লেখা হয়েছে। যদিও মূল খবরে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র দিয়ে এটাকে কেবল আভাস এবং নীতি নির্ধারক পর্যায়ের প্রাথমিক চিন্তা বলে উল্লেখ করা হয়েছে। দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্ট চেকঃ
প্রকাশিত খবরগুলো ভালোভাবে খুঁজে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোন নির্ভরযোগ্য তথ্য পায়নি বুম বাংলাদেশ। সেখানে শুধু সম্ভাবনার কথা লেখা হয়েছে। সবগুলো পোর্টালের খবরের ভাষ্য একইরকম। হ্যাশট্যাগ বাংলাদেশ ডট কম নামের একটি পোর্টাল লিখেছে-
''সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার আভাস পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা আছে, তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে। সূত্রের ভাষ্য, যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সচেতন এবং ক্যাম্পাস খুললেও তারা স্বাস্থ্যবিধির বিষয়টি মেনে চলতে পারবে। সেজন্যই এই পরামর্শ এসেছে। তবে সবকিছুই নির্ভর করছে সরকারের নীতি-নির্ধারক পর্যায়ের সিদ্ধান্তের ওপর।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে হয়তো করোনার প্রকোপ কমে যাবে। তিনি বলেন, যে সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা নেই, সেখানে হয়তো সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস কার্যক্রম চালানো যেতে পারে। তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী হলে থেকে লেখাপড়া করে। সেক্ষেত্রে হলে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা নিয়ে আমরা সন্দিহান।''
মূলধারার কোনো সংবাদমাধ্যমে এমন কোনো তথ্য সম্প্রতি প্রকাশিত হয়নি। তবে বিডি জার্নাল নামে একটি অনলাইন পোর্টালের ১৪ আগস্টের এক প্রতিবেদনে 'শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রের' বরাতে বলা হয়েছে, "দেশে করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতি পুষিয়ে নিতে চলমান রয়েছে অনলাইন ক্লাস থেকে শুরু করে টেলিভিশন ক্লাসও। এরই মধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা আছে, তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে।"
হ্যাশট্যাগ বাংলাদেশ ডট কম নামের পোর্টালটি এই খবরটি বিডি জার্নালের প্রতিবেদন থেকে কপি করেছে। বিডি জার্নালকে ইউজিসি চেয়ারম্যান যা বলেছেন তা হুবহু মিলে যায় এখানে। অর্থাৎ, বিডি জার্নালের খবরটিকেই অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর শিরোনামে প্রকাশ করেছে হ্যাশট্যাগ বাংলাদেশ নামের পোর্টালটি।
একটি অনিশ্চিত সম্ভাবনার বিষয়কে যেভাবে অন্যান্য কিছু অনলাইন পোর্টালে নিশ্চিতভাবে ''সেপ্টেম্বরে খুলছে সকল বিশ্ববিদ্যালয়'' বলে তুলে ধরা হয়েছে তা বিভ্রান্তিকর।