সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন পদত্যাগ করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ নভেম্বর 'Nures Ali' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "🔴এইমাত্র নির্বাচন বা'তিল করে প'দত্যাগ করলো নির্বাচন কমিশন | ফেঁ'সে গেলো আ.লীগ । BNP News।AwamiLeague"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়।
প্রথমত, ভিডিওটির শিরোনামে নির্বাচন বাতিল ঘোষণা ও নির্বাচন কমিশনের পদত্যাগের কথা লিখা হলেও ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এরমধ্যে নির্বাচন বাতিল কিংবা নির্বাচন কমিশনের পদত্যাগের কোনো তথ্যের উল্লেখ নেই।
দ্বিতীয়ত, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বাতিল ঘোষিত হলে কিংবা নির্বাচন কমিশন পদত্যাগ করলে খুব স্বাভাবিকভাবেই দেশ বিদেশের গণমাধ্যমে তা গুরুত্বের সাথে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু নানাভাবে কি-ওয়ার্ড সার্চ করেও নির্বাচন বাতিল কিংবা নির্বাচন কমিশনের পদত্যাগের কোনো তথ্য কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি।
তৃতীয়ত, গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশনের পদত্যাগের আলোচ্য দাবিটি ফেসবুকে প্রচার করা হলেও গতকাল ২০ ডিসেম্বর রংপুরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সমকালের এ সংক্রান্ত প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্বাচন কমিশনের পদত্যাগের খবরটি সঠিক নয়।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী জানুয়ারীর ৭ তারিখ নির্ধারণ করে গত ১৫ই নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি সহ বহু রাজনৈতিক দল এই নির্বাচন বাতিল করে, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছে।
সুতরাং নির্বাচন বাতিল ও নির্বাচন কমিশনের পদত্যাগের ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।