সামাজিক মাধ্যম থ্রেডসের একাধিক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে এটি সাম্প্রতিক সূর্যগ্রহণের ভিডিও বলে দাবি করা হচ্ছে। এরকম দুটি থ্রেডস পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ৯ এপ্রিল 'kumar.sumit19' নামের একটি থ্রেডস একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 2024"। পোস্টটিতে সূর্যগ্রহণের দৃশ্য দেখে সেখানে দর্শনার্থীদের উল্লাস করতে দেখা যায়। থ্রেডস পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সূর্যগ্রহণের আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০১৯ সালের জুলাই মাসে সূর্যগ্রহণের সময় দক্ষিণ আমেরিকার দেশ চিলি থেকে ভিডিওটি ধারণ করা হয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে Puebla নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৩ জুলাই 'ECLIPSE TOTAL DE SOL EN CHILE DESDE LA PLAYA || 2 de julio de 2019 (TOTAL SUN ECLIPSE IN CHILE FROM THE BEACH || July 2, 2019)' শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর শিরোনাম থেকে ধারণা করা যায়, ২০১৯ সালের ২ জুলাই সংঘটিত সূর্যগ্রহণের সময়ে ভিডিওটি ধারণ করা হয়েছে। উক্ত ইউটিউব ভিডিওটি এবং আলোচ্য ইউটিউব ভিডিওটি হুবহু এক। ভিডিওটির বর্ণনায় বলা হয়, চিলির সমূদ্রতীর থেকে পূর্ণ সূর্যগ্রহণের ওই ভিডিওটি ধারণ করা হয়েছে। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো কি-ওয়ার্ড সার্চ করে সামাজিক মাধ্যম ফেসবুকে 'Space & Time' নামের একটি পেজ থেকে ২০১৯ সালের ৩ জুলাই পোস্টকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "Solar Eclipse In Chile (South America)"। অর্থাৎ চিলি থেকে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়েছে। উক্ত ভিডিওটি এবং আলোচ্য ভিডিওটিও অভিন্ন। ফেসবুক পোস্টটি দেখুন--
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানে ২০১৯ সালের ৩ জুলাই "Total solar eclipse: thousands in Chile and Argentina marvel at 'something supreme" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, দক্ষিণ আমেরিকার দেশ চিলি এবং আর্জেন্টিনা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। অর্থাৎ দক্ষিণ আমেরিকার দেশ চিলি ও আর্জেন্টিনা থেকে ২০১৯ সালে পূর্ণ সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাওয়ার তথ্য গণমাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দা নিউইয়র্ক টাইমস এবং স্পেস ডট কমের ওয়েবসাইট থেকেও জানা যায় একই তথ্য।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ২০১৯ সালে দক্ষিণ আমেরিকার দেশ চিলি ও আর্জেন্টিনা থেকে দেখতে পাওয়া সূর্যগ্রহণের সময়ে ভিডিওটি ধারণ করা হয়। তবে ভিডিওটি ধারণের সুনির্দিষ্ট স্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক সূর্যগ্রহণের সময়ে ধারণ করা নয়।
সুতরাং ২০১৯ সালের পুরোনো সূর্যগ্রহণের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যম থ্রেডসে, যা বিভ্রান্তিকর।