ভিডিও ক্লিপগুলো দুবাইয়ের সাম্প্রতিক বন্যার নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি বিভিন্ন স্থানের বিভিন্ন সময়ে ধারণ করা একাধিক পুরোনো ক্লিপ যুক্ত করে তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে ভিডিওটি সাম্প্রতিক দুবাইয়ের বন্যার বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ এপ্রিল 'Md Sakil' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একাধিক ক্লিপ জুড়ে দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "আরব আমিরাতে ভয়াবহ বন্যা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন"। ভিডিওটির উপরে 'Dubai storm today and rain' লেখা থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য ভিডিওটি দুবাইয়ের সাম্প্রতিক বন্যার সময়ের বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওতে যুক্ত অন্তত তিনটি ক্লিপ আগে থেকেই অনলাইনে বিদ্যমান থাকতে দেখা গেছে।
প্রথমত, ভিডিওটিতে যুক্ত প্রথম ভিডিওক্লিপটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'disaster788' নামের একটি টিকটক একাউন্টে ২০২৩ সালের ১১ নভেম্বর করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ৮ সেকেন্ডে আলোচ্য ক্লিপটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। টিকটক পোস্টটি দেখুন--
এবারে, আলোচ্য পোস্টটির প্রথম ক্লিপটির একটি স্ক্রিনশট (বামে) এবং টিকটক একাউন্ট থেকে নেয়া একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
দ্বিতীয়ত, আলোচ্য পোস্টে যুক্ত ভিডিওটির ৩১ সেকেন্ড থেকে যুক্ত আরেকটি ক্লিপে প্রবল বাতাসে গাছের দৃশ্য দেখানো হয়েছে। ওই ক্লিপটির একটি কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০১৯ সালের ১৭ জুলাই 'Dragonrijder3000' নামের একটি ইউটিউব চ্যানেল থেকে "Giant Monster Attacks City - 7/17/19" শিরোনামে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে দেখানো দৃশ্যের সাথে আলোচ্য ভিডিওটিতে যুক্ত ক্লিপের হুবহু মিল রয়েছে। অর্থাৎ ভিডিওক্লিপটি অন্তত ২০১৯ সালের জুলাই মাস থেকে অনলাইনে বিদ্যমান। ইউটিউব ভিডিওটি দেখুন--
এবারে, আলোচ্য পোস্টের ভিডিওক্লিপটি থেকে একটি স্ক্রিনশট (বামে) এবং উক্ত ইউটিউব ভিডিওটি থেকে নেয়া একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
তৃতীয়ত, আলোচ্য ভিডিওটির ৩৮ সেকেন্ড থেকে যুক্ত আরেকটি ক্লিপে একটি বাড়ির উপরে টর্নেডোর মত বাতাসের ঘূর্ণন দেখা যায়। ক্লিপটির কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের অক্টোবর মাসে 'Surrealvideos' নামের একটি ইউটিউব চ্যানেলে "Monstrous Tornado Approaching #tornado #lasalle #montreal" শিরোনামে আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়, যা হুবহু আলোচ্য ক্লিপটির মত। অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত ওই ক্লিপের ভিডিওটিও অন্তত ২০২৩ সালের অক্টোবর মাস থেকে অনলাইনে বিদ্যমান। ইউটিউব ভিডিওটি দেখুন--
এবারে আলোচ্য পোস্টে যুক্ত ক্লিপটির একটি স্ক্রিনশট (বামে) এবং ইউটিউব চ্যানেলে প্রাপ্ত ভিডিওটির একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত ভিডিওটিতে যুক্ত অন্তত তিনটি ক্লিপ সম্প্রতি দুবাইয়ে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যার অনেক আগে থেকেই অনলাইনে বিদ্যমান রয়েছে, তাই ভিডিওগুলো দুবাইয়ের সাম্প্রতিক বন্যার হওয়ার সুযোগ নেই। তবে আলোচ্য ভিডিওটির সবগুলো ক্লিপ যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ। উল্লেখ্য গত ১৬ এপ্রিল ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যায় দুবাইয়ের বিমানবন্দর ও রাস্তাঘাট প্লাবিত হয়।
সুতরাং পুরোনো ভিডিওক্লিপ যুক্ত করে তৈরি একটি ভিডিও শেয়ার করে ভিডিওটি দুবাইয়ের সাম্প্রতিক বন্যার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।